যেখানে সূর্য অস্ত যায় আবার উদিত হয়।
হ্যাঁ, আপনারা ঠিকই অনুমান করেছেন। কুয়াকাটা, বাংলাদেশের একটি সমুদ্র সৈকত। যেখান থেকে সূর্য উঠার সময় এবং অস্ত যাওয়ার সময় দেখা যায়। যেকারনে কুয়াকাটায় প্রতি বছর প্রচুর পর্যটকের আগমন ঘটে।এখানে ঢাকা থেকে অথবা দেশের যেকোন স্থান থেকে যাওয়ার মাধ্যম হলো পরিবহন। এখানে ট্রেন কিংবা বিমান বন্দর নাই। পরিবহনে গেলে সোজা কুয়াকাটা বাস টার্মিনালে নামিয়ে দিবে। আর থাকার জন্য আছে ১০০ টাকা থেকে ২৫০০০ টাকা প্রতি রাতের জন্য হোটেল বা মোটেল। খাওয়ার জন্য বিভিন্ন রেস্তোরা আছে। কম আয়ের মানুষ থেকে অর্থ আলা মানুষরা এখানে থাকতে পারবে আতাদের চাহিদা অনুযায়ী। এখানে আর একটি আকর্ষন হল সুটটি পল্লী। মাথিন এর কুপ, আর ষাট হাত উচ্চতার বৌদ্ধ মুর্তি। যে মন্দিরটি বার্মিজ মার্কেটের পার্শ্বে অবস্থিত।কুয়াকাটা হোটেল বা মোটেল থেকে অটো রিকশা ভাড়া করে এখানে যেতে হয়। কুয়াকাটায় গেলে তার মন
No comments:
Post a Comment